Friday, July 3, 2020

আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস | International Plastic Bag Free Day



পৃথিবীতে মানবজাতির অস্তিত্বের জন্য সবচেয়ে হুমকি কে? বিজ্ঞজনদের মতে, মানুষই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। আজ 'আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস'। প্লাস্টিক ব্যাগ নিয়ে সমস্যার প্রায় একযুগেরও বেশি হতে চলল বাংলাদেশে। বাজারে গিয়ে অল্পকিছু কেনা-বেচা করলে একটি প্লাস্টিক ব্যাগ যে ফ্রি পাবেন তা গ্যারান্টি দিয়েই বলা যায়। আর এই প্লাস্টিক ব্যাগই আমাদের শহরের ড্রেনেজ ব্যবস্থাকে বিকলাঙ্গ করে দিচ্ছে। জমির উর্বরতা নষ্ট হচ্ছে । নদীর বাস্তুসংস্থান হুমকির মুখে পড়ছে। সমুদ্র সয়লাব হয়ে যাচ্ছে প্লাস্টিক ব্যাগে।আমাদের একটি চিরচারিত অভ্যাস হলো সমস্যা হলেই সিটিকর্পোরেশন বা পৌরসভার কার্যকলাপকে আমরা দোষারোপ করে এককাপ চায়ের কাপে ঝড় তুলে অনেক তৃপ্তি পাই। ইংরেজীতে একটি কথা আছে, "Be aware of your own faults before blaming others" এর মানে হচ্ছে, অন্যের দোষ ধরার আগে নিজের দোষ সম্পর্কে সচেতন হোন। bdnews24.com এর আজকের একটি খবরে চোখ আটকে যাবার মতই খবর হচ্ছে, " Bangladesh moves to shut production at all state-owned jute mills." অর্থাৎ বাংলাদেশ তার সব রাষ্ট্রয়াত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অবহেলা করেই হউক বা ১০ টি টাকা বাঁচানোর জন্য হউক পাস্টিক ব্যাবহারের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা যথেচ্ছা তার ব্যবহার সুযোগ করে দিয়েছি। সদিচ্ছা থাকলে পাটের বা কাপড়ের ব্যাগ পাওয়া খুব বেশি ঝামেলার নয়। বরং তা টেকসই এবং বহু ব্যবহারযোগ্য। বাংলাদেশি কোন পরিবারের মাসিক প্লাস্টিক ব্যবহারের পরিসংখ্যান যদি হিসাব করি তা রীতিমত আতঁকে উঠার মত। বর্জ্য ব্যবস্থাপনায় সিটিকর্পোরেশন বা পৌরসভাকে রীতিমত হিমসিম খেতে হয়। মাসে ৩০-৫০ টাকা ময়লার গাড়িকে দিয়ে দিলেই বর্জব্যবস্থাপনা থেকে দায়মুক্ত হওয়া যায় না। আমাদের শুধু সচেতন হলেই হবে না অন্যদেরকে এ নিয়ে উৎসাহিত করতে হবে।

No comments:

Post a Comment

Thanks for your comment.