Saturday, July 4, 2020

vSession by BdREN | ভার্চুয়াল ক্লাসে সবরকম সুযোগ সুবিধা এখন দেশীয় প্লাটফর্মে




Bangladesh Research and Education Network (BdREN) বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য vSession নামে একটি সার্ভিস চালু করেছে। এই সার্ভিসে ভার্চুয়াল ক্লাস নেয়ার জন্য প্রায় সব ধরনের সুবিধাই সম্বলিত আছে। একসাথে প্রায় ৩০০ স্টুডেন্টের ক্লাস নেয়া সম্ভব। যেসব ছাত্রছাত্রী ইন্টারনেট গতির সমস্যার কারনে ক্লাসে এটেন্ড না করার সম্ভাবনা আছে তারা চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমে এই সার্ভিসের যুক্ত ক্লাস করতে পারবে। আশা করা যাচ্ছে যে, ধীরে ধীরে পরিস্থিতি বিবেচনায় আরোও সার্ভিস সংযুক্ত করা হবে। Zoom এর গন্ডি থেকে বেরিয়ে এধরনের উদ্যোগ বাংলাদেশের ICT খাতের জন্য একটি দূরদর্শী পদক্ষেপ। বলার অপেক্ষা রাখে না, এতে সরকারের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেলো ।

No comments:

Post a Comment

Thanks for your comment.