Tuesday, March 26, 2019

আমার স্বাধীনতা



আমার স্বাধীনতা


কালো হাতে বস্ত্র হরণে মাগো আমার বোবা;
রাত্রি পোহালেও ফেরেনি আমার রাগী বাবা।
বায়োনেটে খুঁচিয়ে চিঁড়ে দিল পুতুলের কায়া,
চোখ বেঁধে যে গেল ফিরেনি কেনো ভাইয়া?
গোলার বৃষ্টি, রক্তে লাল দৃষ্টি।
কান্নার রোল, চিৎকারে গোল।
জারজদের উল্লাসে নির্লজ্জ শয়তান হাসে।
মসজিদে মুয়াজিনের আযানের ধ্বনি ভাসে।
নতুন আলোয় সূর্য, রচে রণতূর্য।
অনুভবে কবে, বিশ্বাসে যবে ?
রবে তুমি আমার স্বাধীনতা ।
-আরিফ
২৬.০৩.২০১৯