http://www.hasan692926.me/
লাল টেলিফোন


যাত্রীবাহী অটোরিকশা করে টমসমব্রীজ যাচ্ছিলাম| সামনে ড্রাইভারের সাথে বসলাম | পিছনে একটি মহিলা এবং তার থেকে আনুমানিক ৪-৫ বৎসরের ছোট একটা ছেলে বসে আলাপচারিতা চালিয়ে যাচ্ছিল|

ছেলেঃ (ড্রাইভারকে উদ্দেশ্য করে ) ভাই কুমিল্লায় সব জায়গায় ভাড়া এত বেশী কেন?
ড্রাইভারঃ ভাই, সবাই যা নেয় আমিও তা নিচ্ছি|
মহিলাঃ আসলে সব জায়গায় ডাকাতি চলছে |
ছেলেঃ আমাদের মিররসরাইতে তো এতো ভাড়া নাই | প্রায় অর্ধেক হবে |
মহিলাঃ আমার বিয়ের পর ওইলোক আর দেশে আসে নাই | আমরা কেউ কাউকে এখনও পর্যন্ত দেখি নাই |
ছেলেঃ একবারও দেশে আসে নাই? কেমন নিষ্ঠুর লোক |
মহিলাঃ আমি তার কোন টাকা খরচও করি নাই | যা আমার হাতে দিয়েছে সব খালি আমার একাউন্টে রেখে দিয়েছি|

টমসমব্রীজ চলে এসে পড়েছি | মহিলা ও ছেলেটি সামনে চলে গেল| আমি ভাড়া দিয়ে মানিব্যাগ পকেটে ঢুকাতেই, ড্রাইভার বলল, " ভাই, চুতমারানির পুতে ওই ভেডিডারে ভাগায়া নিয়া আসছে|"

আমিঃ ভাই, বাদ দেন | কে কার লগে ভাগতেছে এসব জটিল বিষয় নিয়ে না ভেবে ভাবেন, আরও টিপ কেমনে মারা যায়| এতে আপনার, দেশ ও জাতির উন্নতি হবে|

Moral: লাল টেলিফোন বাদ দেন | নিজের কাজে মনোযোগ দিন|

(31/10/2013)